ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ১৫ জন পুলিশ পরিদর্শকের বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমির খসরুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি ও পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
-
ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক আহসান উল্লাহ — ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত)
-
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) সরদার ইব্রাহিম হোসেন সোহেল — কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত)
-
ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ রানা — সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত)
-
ডিবি তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম — ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত)
-
পিএস অ্যান্ড আইআই বিভাগের পরিদর্শক আব্দুস সালাম — নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত)
-
আইএডির পরিদর্শক মো. মুনিরুজ্জামান — উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত)
-
ডিবি রমনা বিভাগের পরিদর্শক মীর রেজাউল ইসলাম — শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত)
-
ডিবি মতিঝিল বিভাগের পরিদর্শক মোহা. আনোয়ার হোসেন খান — বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত)
-
ডিবি ওয়ারি বিভাগের পরিদর্শক বাহালুল খান — রামপুরা থানার পরিদর্শক (তদন্ত)
-
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান খান — গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত)
-
নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুল ইসলাম — যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত)
-
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম — উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত)
-
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মশিউল আলম — কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত)
-
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সাল — গোয়েন্দা বিভাগ
-
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম — গোয়েন্দা বিভাগ

