দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 7 December 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের তফসিল চূড়ান্ত করার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

বার্তা কক্ষ
December 7, 2025 2:55 pm
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তকরণে নির্বাচন কমিশন (ইসি) আজ এক গুরুত্বপূর্ণ হাই-লেভেল মিটিংয়ে বসেছে। বৈঠকে উপস্থিত রয়েছেন—প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ কৌশলগত সভা শুরু হয়।

সূত্র জানায়, আজকের বৈঠকে তফসিল ঘোষণার সম্ভাব্য সময়সূচি, ভোট আয়োজনের সামগ্রিক প্রগতি মূল্যায়ন, এবং পোস্টাল ব্যালটের ব্যালট পেপার পরিবহনের টাইমলাইন চূড়ান্ত করা হবে। নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার প্রস্তুতি অপ্টিমাইজ করতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় এবং কনসালটেশন বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া তফসিলের আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট ব্যবস্থাপনার প্রস্তুতি, মাঠপর্যায়ের বাস্তব অবস্থা, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনসহ মোট ১০টি আলোচ্যসূচি আজকের মিটিংয়ে অন্তর্ভুক্ত রয়েছে।