আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তকরণে নির্বাচন কমিশন (ইসি) আজ এক গুরুত্বপূর্ণ হাই-লেভেল মিটিংয়ে বসেছে। বৈঠকে উপস্থিত রয়েছেন—প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ কৌশলগত সভা শুরু হয়।
সূত্র জানায়, আজকের বৈঠকে তফসিল ঘোষণার সম্ভাব্য সময়সূচি, ভোট আয়োজনের সামগ্রিক প্রগতি মূল্যায়ন, এবং পোস্টাল ব্যালটের ব্যালট পেপার পরিবহনের টাইমলাইন চূড়ান্ত করা হবে। নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার প্রস্তুতি অপ্টিমাইজ করতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় এবং কনসালটেশন বিষয়েও আলোচনা হবে।
এ ছাড়া তফসিলের আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট ব্যবস্থাপনার প্রস্তুতি, মাঠপর্যায়ের বাস্তব অবস্থা, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনসহ মোট ১০টি আলোচ্যসূচি আজকের মিটিংয়ে অন্তর্ভুক্ত রয়েছে।


