দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 7 December 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েল পুরোপুরি গাজা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন: কাতারের প্রধানমন্ত্রী

বার্তা কক্ষ
December 7, 2025 2:47 pm
Link Copied!

গাজায় চলমান পরিস্থিতিকে এখনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হিসেবে গণ্য করা যায় না—এমন মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। তাঁর মতে, ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা উপত্যকা থেকে সরে না গেলে ‘বাস্তব যুদ্ধবিরতি’ বাস্তবায়ন সম্ভব নয়। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (৬ ডিসেম্বর) দোহা ফোরামের এক সেশনকে কেন্দ্র করে তিনি এ মন্তব্য তুলে ধরেন। একই অনুষ্ঠানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি উদ্যোগের দ্বিতীয় ধাপ নিয়ে আঙ্কারার অবস্থান ব্যাখ্যা করেন।

আল থানি বলেন, ‘আমরা এখন একটি অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছি। বর্তমানে যা চলছে, তা এক ধরনের প্রদর্শিত বিরতি—কিন্তু এটিকে পূর্ণ যুদ্ধবিরতি বলা যাবে না। যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে, যখন ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা ত্যাগ করবে। সেসময়ই কেবল বাস্তব স্থিতিশীলতা আসবে এবং মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে—যা এখনো সম্ভব হয়নি।’

গত ১০ অক্টোবর বিরতি শুরুর পর ইসরায়েল তাদের বাহিনী পিছু হটিয়ে নতুনভাবে চিহ্নিত ‘ইয়েলো লাইন’-এ অবস্থান নেয়, যা গাজাকে পূর্ব–পশ্চিম দুই ভাগে বিভক্ত করে। এছাড়া, নির্ধারিত সময় অনুযায়ী রাফাহ সীমান্ত পুরোপুরি খুলেও দেয়নি আইডিএফ। তাদের দাবি—গাজায় নিহত সকল ইসরায়েলির লাশ ফেরত না পাওয়া পর্যন্ত তারা সীমান্ত খুলবে না।

একই সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয়, রাফাহ সীমান্ত তারা একমুখীভাবে খুলতে রাজি—যেখানে কেবল ফিলিস্তিনিরা গাজা ছাড়তে পারবে। তবে মিসর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানায়, ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার অপরিবর্তনীয়।

এ অবস্থায় কাতারের প্রধানমন্ত্রী আল থানি জানান, কাতার, তুরস্ক, মিসর এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে পরবর্তী ধাপ অগ্রসর করতে কাজ করছে। এদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ধাপ ঘোষণা হতে পারে।