দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে নামলেন সমিত সোম

বার্তা কক্ষ
June 15, 2025 1:51 pm
Link Copied!

জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর এবার কানাডার ক্লাব ফুটবলেও বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে বহন করলেন সমিত সোম। এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেই কানাডায় ফিরেছেন এই ডিফেন্ডার। আর ফিরেই নিজের ক্লাব কাভালরি এফসির হয়ে মাঠে নামেন বাংলাদেশের পতাকা সম্বলিত বিশেষ জার্সি পরে।

শনিবার (১৪ জুন) রাতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেয় কাভালরি এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও আলোচনায় ছিলেন সমিত সোম। ম্যাচের আগে আয়োজিত বিশেষ ফটোসেশনে দেশের পতাকা সম্বলিত সাদা জার্সি পরে ছবি তোলেন তিনি।

‘ওয়ান ইয়ার আউট’ নামক এই আয়োজনটি ছিল আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। এতে কাভালরির বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশের পতাকা সম্বলিত জার্সি পরে অংশ নেন।

ম্যাচে শুরু থেকেই খেলেছেন সমিত। তবে ৬৮ মিনিটে তাকে বদলি করে মাঠের বাইরে নিয়ে আসা হয়।

বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সামিতের দল কাভালরি এফসি। শীর্ষে আছে অ্যাথলেটিকো ওতাওয়া, যাদের সংগ্রহ ২১ পয়েন্ট।

বাংলাদেশের হয়ে অভিষেকের পরপরই এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের পতাকা তুলে ধরায় প্রশংসায় ভাসছেন সমিত সোম।