গাইবান্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত আনোয়ারুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত আনোয়ারুল কুড়িগ্রাম সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার (১৪ জুন) দুপুরে গাইবান্ধা রেলস্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে দ্বন্দ্বের মীমাংসায় এগিয়ে গেলে স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করেন আনোয়ারুল। ঘটনার সময় স্টেশন এলাকায় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কেউ তাকে বাধা দেননি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, স্টেশন মাস্টারকে উলঙ্গ করে মারধর করা হচ্ছে, যা জনমনে চরম ক্ষোভের সৃষ্টি করে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ বগুড়া-সান্তাহার রুটে চলন্ত লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে আনোয়ারুল হককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সঙ্গে এমন আচরণ অত্যন্ত অপ্রত্যাশিত ও নিন্দনীয়। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.