দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকা কত টাকা পেল, বাংলাদেশ পেল কত

বার্তা কক্ষ
June 15, 2025 11:39 am
Link Copied!

অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে আইসিসির দ্বিতীয় কোনো বৈশ্বিক শিরোপা ঘরে তুলল প্রোটিয়ারা। ২০২১ সালে নিউজিল্যান্ড ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার পর তৃতীয় আসরে দক্ষিণ আফ্রিকা নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাল।

এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আইসিসি মোট ৫.৭৬ মিলিয়ন ডলার বা প্রায় ৭০ কোটি টাকা পুরস্কার বরাদ্দ রেখেছিল। এর মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৮০ লাখ টাকা। গত দুই চক্রের তুলনায় এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল দ্বিগুণেরও বেশি।

ফাইনালে পরাজিত রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি ২৭ লাখ টাকা।

বাকি দলগুলোর মধ্যে টুর্নামেন্টে তৃতীয় স্থান পাওয়া ভারত পেয়েছে ১৭ কোটি ৩৬ লাখ টাকা এবং চারে থাকা নিউজিল্যান্ড পেয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা। ইংল্যান্ড যারা পঞ্চম হয়েছে, তাদের পুরস্কার ১১ কোটি ৫৬ লাখ টাকা।

ষষ্ঠ স্থানে শেষ করা শ্রীলঙ্কা পেয়েছে ১০ কোটি ১২ লাখ টাকা। সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৮ কোটি ৬৭ লাখ টাকা, যা দেশের ক্রিকেটে টেস্ট সংস্কৃতিতে একটি বড় প্রাপ্তি হিসেবেই ধরা যেতে পারে।

অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে যথাক্রমে ৭ কোটি ২৩ লাখ ও ৫ কোটি ৬৪ লাখ টাকা।

সব মিলিয়ে ২০২৩-২৫ চক্রের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১৩৫ কোটি টাকার মতো প্রাইজমানি বরাদ্দ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।