দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৪৭তম ট্রফির খোঁজে ভোরে মাঠে নামছেন লিওনেল মেসি

বার্তা কক্ষ
June 14, 2025 5:59 pm
Link Copied!

ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন লিওনেল মেসি। ইতোমধ্যেই বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, লিগ ওয়ানসহ সব মিলিয়ে ৪৬টি ট্রফি নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এখানেই থামছেন না মেসি। এবার তার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে নতুন এক মাইলফলক ছোঁয়া।

আগামীকাল রোববার (বাংলাদেশ সময় সকাল ৬টা) ক্লাব বিশ্বকাপে আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইন্টার মায়ামির অভিযান। নতুন সংস্করণে আয়োজিত এই টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে, যেখানে রয়েছে গ্রুপ পর্ব এবং নকআউট রাউন্ডের লড়াই।

এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেন, এটি একটি সুন্দর টুর্নামেন্ট। এখানে থাকতে পারাটা এবং খেলার সুযোগ পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। এর আগে অন্য দলের হয়ে খেলেছি, তবে তখন মানসিকতা ছিল একেবারেই ভিন্ন। এবারও আমি উদ্দীপনায় পূর্ণ এবং আশাবাদী।

এই প্রতিযোগিতাকে বড় একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি, বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও বিশ্বের বিভিন্ন ক্লাবের জন্য। তিনি বলেন, এটি এমন একটি মঞ্চ, যেখানে ইউরোপের বড় ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়া যাবে। বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলা, এমন অভিজ্ঞতা খেলোয়াড় এবং সমর্থক দুই পক্ষের জন্যই বিশেষ কিছু।

এ পর্যন্ত বার্সেলোনার হয়ে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। এবার ইন্টার মায়ামির জার্সিতে শিরোপা জিতলে সেটিই হবে তার ক্যারিয়ারের ৪৭তম ট্রফি যা তাকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাবে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠত্বের বিচারে।

মেসির বয়স এখন ৩৭। কিন্তু বয়স যে কেবলই সংখ্যা, তা তিনি আবারও প্রমাণ করতে চান এই নতুন চ্যালেঞ্জ জয়ের মাধ্যমে।