গত সপ্তাহেই আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো’র। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে বদলি খেলোয়াড় হিসেবে নামান কোচ লিওনেল স্কালোনি। এবার স্বদেশি ক্লাবের রিলিজ ক্লজের রেকর্ড দামে তাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য তাকে নাকি লস ব্লাঙ্কোসরা দুই বছর নজরে রেখেছিল। এবার পিএসজির সঙ্গে লড়াইয়ে জিতে ভাগিয়ে নিলো ১৭ বছরের এই প্রতিভাকে।
গতকাল (শুক্রবার) রিয়াল নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে। যদিও তারা ঠিক টাকার অঙ্কটা জানায়নি। তবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট বিবৃতিতে জানায়, মাস্তান্তুয়োনো’র জন্য রিয়ালের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৩২ লাখ ইউরো। কর ও আরও কিছু খরচ বাদে রিলিজ ক্লজ হিসেবেই ৪ কোটি ৫০ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের পকেটে যাচ্ছে। যা আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি।
একই ক্লাব থেকেই এর আগে সর্বোচ্চ দামে দলবদল হয়েছিল এনজো ফার্নান্দেজের। পর্তুগিজ ক্লাব বেনফিকা ২০২২-২৩ মৌসুমে এনজোকে রিভার প্লেট থেকে ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ইউরোতে কিনে নেয়। মাস্তান্তুয়োনো মাত্র ১৭ বছর বয়সেই সেই রেকর্ড ভেঙে দেশীয় ক্লাব ছেড়েছে। রিয়ালের সঙ্গে তার চুক্তিটা ৬ বছরের। ২০৩১ সাল পর্যন্ত চুক্তিস্বাক্ষর করা এই মিডফিল্ডার অবশ্য ক্লাবের জার্সি গায়ে নামতে পারবেন বয়সটা ১৮ পূর্ণ হলে, ১৪ আগস্ট থেকে।
ইতোমধ্যে জাবি আলোনসো’র রিয়ালে নাম লেখালেও, আগামীকাল (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মাস্তান্তুয়োনো খেলবেন রিভার প্লেটের হয়ে। এরপর আগস্টে যোগ দেবেন সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে। সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে দুই বছর ধরে পর্যবেক্ষণে রেখেছিল রিয়াল। লড়াইয়ে ছিল ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবও। তবে পিএসজি হুমকি হতে পারে মনে করে আগেভাগেই স্প্যানিশ জায়ান্টরা মাস্তান্তুয়োনোকে নিয়ে নিলো। তারও পছন্দের ছিল মাদ্রিদের ঠিকানা।
কোচ হিসেবে আলোনসো দায়িত্ব গ্রহণের পর মাস্তান্তুয়োনো রিয়ালের তৃতীয় সাইনিং। এর আগে ডিন হুইজসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে দলে নেওয়ার পর ইতোমধ্যে তাদের অভ্যর্থনাও হয়ে গেছে। শিরোপাহীন মৌসুম কাটানোর পর এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে লস ব্লাঙ্কোসরা। সদ্য সমাপ্ত মৌসুমে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে চার ম্যাচেই হেরেছে। নতুন মৌসুমে মাস্তান্তুয়োনো রিয়ালের শুরুর একাদশে থাকবেন বলেও মনে করা হচ্ছে। বিশেষত সেট পিসে তার দক্ষতায় মুগ্ধ রিয়ালসহ ইউরোপীয় ক্লাবগুলো।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.