দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 13 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ইরানের মসজিদে উড়ানো হলো ‘প্রতিশোধে’র লাল পতাকা

বার্তা কক্ষ
June 13, 2025 11:20 pm
Link Copied!

‘ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে পরিচিত কুম শহরে শিয়া ধর্মাবলম্বী প্রধান মসজিদে প্রতিশোধের লাল পতাকা উড়িয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) জুমার নমাজের পর জ়ামকারান মসজিদের চূড়ায় এই পতাকা উড়ানো হয়। খবর কাশ্মীর অবজারভারের।

এর আগেও বিভিন্ন সময় শত্রুদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগেই সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের বার্তায় জ়ামকারান মসজিদের চূড়ায় যুদ্ধের লাল নিশান উড়িয়েছে ইরান। ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডারসহ অনেক প্রাণহানির পর ফের এই পতা উড়ানো হয়েছে।

এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে। মূলত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইসরায়েল পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সীমিত করার মধ্য দিয়ে ইরান এই হামলা বেছে নিয়েছে। এজন্য তিনি ইরানকে দ্রুত চুক্তি করার আহ্বান জানিয়ে বলেছেন, পরবর্তী হামলার পরিকল্পনা হবে আরও অধিক ভয়াবহ।