পটুয়াখালী সদর উপজেলায় সৎ মা ও দাদিকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে আলআমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার (১৩ জুন) দুপুর একটার দিকে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫)।
জানা যায়, অভিযুক্ত আলআমিন ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। মানসিক ভারসাম্য হারানোর কারণে সম্প্রতি সে নিখোঁজ ছিল। প্রায় ৩-৪ দিন আগে তাকে খুঁজে পাওয়া গেলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। আজ দুপুরে সৎ মা ও শতবর্ষী দাদিকে বাড়িতে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায় আলআমিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে পলাতক আলআমিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.