দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 13 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

বার্তা কক্ষ
June 13, 2025 10:35 am
Link Copied!

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাদ্যমটি বলছে, শুক্রবার ভোরে এক ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বৃহস্পতিবার রাতেই ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত নয় এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে, সে বিষয়ে সতর্ক করেন তিনি।

এক বিবৃতিতে রুবিও বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো অঞ্চলজুড়ে মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা। ইসরায়েল আমাদের জানিয়েছে, তাদের আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আমাদের বাহিনীগুলোকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন এবং আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছি।