দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 12 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

যশোরে আবারও করোনার থাবা, নারী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

বার্তা কক্ষ
June 12, 2025 11:18 pm
Link Copied!

যশোরে ৫০ বছর বয়সী এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা। ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বেজপাড়ায় ছেলের বাড়ি বেড়াতে আসেন। শ্বাসকষ্ট ও সর্দিজ্বর ভুগতে থাকায় গত ০৯ জুন সোমবার সকালে ওই নারী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তার উপসর্গ বিবেচনায় নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান।
রিপোর্টে নিশ্চিত হয় ও নারী করোনায় আক্রান্ত। এ তথ্য জেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হলে তাৎক্ষণিক তাকে বেসরকারি হাসপাতাল থেকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা আশংকা করছেন ওই নারী করোনার সর্বশেষ ভেরিয়েন্টে আক্রান্ত হতে পারেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নারী করোনা আক্রান্ত হয়েছেন বলে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে। নতুন করে আরটিপিসিআর টেস্টের দরকার পড়ছে না।

সর্বোচ্চ চেষ্টা ও চিকিৎসায় রোগী সুস্থ হলে ছাড়পত্র দেয়া হবে। করোনা আক্রান্তদের চিকিৎসায় যাবতীয় প্রস্তুতি হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে রেখেছে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং বাধ্যতামূলক মাক্স পরিধানের আহবান জানিয়েছেন ডাক্তার হুসাইন শাফায়াত।