অভিনেতা সমু চৌধুরীকে অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম।
তিনি জানান, ‘অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি কিছুটা অসুস্থ।’ এর আগে সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকা অভিনেতা সমু চৌধুরীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকের অভিনেতার ছবিটি শেয়ার করে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান।
এ বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু জানান, সমু চৌধুরী কিছুটা অসুস্থ। পাগলা থানা থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে। এরপর ঘটনার বিস্তারিত জানতে পারবেন তিনি।
উল্লেখ্য, টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ সমু চৌধুরী। বিপুলসংখ্যক নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের হাত ধরে ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.