
মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আগামী ১৬ ডিসেম্বর দেশের সকল ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঐতিহাসিক গানসমূহ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ন্যাশনওয়াইড কালচারাল অ্যাকটিভেশন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়— এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরা একাত্তরের অমর সংগীতগুলোর পুনঃ পরিবেশনা করবেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বিজয়ের এ উদযাপনে সবাইকে এই কালজয়ী সংগীতানুষ্ঠান উপভোগের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.