দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 6 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন

বার্তা কক্ষ
December 6, 2025 8:16 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যেই ১ লাখ ৯৪ হাজার ৫২৭ জন বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৫৭৩ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৮ জন নারী—যা প্রবাসী ভোটার অংশগ্রহণে এক নতুন গতি নির্দেশ করে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এই পরিসংখ্যান জানানো হয়।

দেশভেদে নিবন্ধনের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে থেকে এসেছে ৩৮ হাজার ৩৭৪টি আবেদন। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, মোট নিবন্ধন ১৯ হাজার ২২৭ জন।

প্রবাসী বাংলাদেশিরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। এর আগে ইসি জানিয়েছিল—১৮ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধন সেবা বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত থাকবে।

নিবন্ধন প্রক্রিয়ায় সঠিক ঠিকানা প্রদান করার জন্য প্রবাসী ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

এ ছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPv) প্রক্রিয়া চালু করার ঘোষণাও দিয়েছে ইসি—যা নির্বাচনী অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটালি সমৃদ্ধ করে তুলবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।