দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 6 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পোস্টাল ভোট – তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন: নির্বাচন কমিশন

বার্তা কক্ষ
December 6, 2025 8:05 pm
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত কর্মকর্তা এবং যারা নিজ নিজ ভোটার এলাকার বাইরে অবস্থান করছেন—এমন সরকারি চাকরিজীবীরা এবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তফসিল ঘোষণার তারিখ থেকে আসন্ন ২৫ ডিসেম্বর পর্যন্ত তারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন—এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটার, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। প্রয়োজনীয় সমস্ত নির্দেশনা ও প্রক্রিয়া জানতে ইসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিয়েও এসেছে ইতিবাচক অগ্রগতি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৪১৭ জন প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে সৌদি আরব থেকে—যা প্রবাসী ভোটার অংশগ্রহণের নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।