অলংকরণ: ফরিদ হোসেন
ঘরের ভেতরের বাতাস বেশি দূষিত নাকি বাইরের বাতাস বেশি দূষিত? ইউএস এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির মতে, ঘরের ভেতরের বাতাস বাইরের বাতাসের তুলনায় ২ থেকে ৫ গুণ বেশি দূষিত হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই দূষনের পরিমাণ ১০০ গুণও হয়ে থাকে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) এর মতে, বিশ্বে ৩ শতাংশ রোগ ঘরের দূষিত বাতাসের কারণে হয়ে থাকে।
বিভিন্ন ধরনের রাসায়নিক বিষ বা গ্যাস যেমন ফর্মালডিহাইড দূষিত করে থাকে ঘরের ভেতরের বাতাসকে। এছাড়াও পলেন, ব্যাকটেরিয়া, মোল্ড, ডাস্ট ও বিভিন্ন ভাইরাস যা বাইরে থেকে ভেতরে এসে ঘরের বাতাসকে দূষিত করে।
তাই আমাদের উচিত ঘরের বাতাস আর পরিবেশকে পরিষ্কার এবং দূষণ মুক্ত রাখা। ঘরের বাতাসকে পরিষ্কার রাখার সবচেয়ে বড় প্রাকৃতিক উপায় হচ্ছে, ঘরের ভেতর গাছ লাগানো।
ঘরের ভেতরের গাছ যেমনি ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে তেমনি ঘরের বাতাসকে করবে পরিষ্কার ও দূষণ মুক্ত।
জেনে নিন এমন কয়েকটি গাছের তথ্য। এই গাছগুলো ঘরের অল্প আলোতে বেঁচে থেকে পরিস্কার রাখবে আপনার ঘরের বাতাসকে।
[caption id="attachment_2865" align="aligncenter" width="463"] অ্যালোভেরা[/caption]
বহু গুণে বিশেষায়িত অ্যালোভেরার গুণের কথা সবাই কম বেশি জানি। এই গাছের আরো একটি বড় গুণ হচ্ছে এটি ঘরের ভেতরের বাতাসকে পরিষ্কার করে। আলোভেরা গাছ ঘরের ভেতরের বাতাস থেকে কার্যকরীভাবে ফর্মালডিহাইড শোষণ করে বাতাসকে পরিষ্কার করে দূষণ মুক্ত রাখে।
[caption id="attachment_2866" align="aligncenter" width="467"] বাঁশ পাম[/caption]
বাতাস থেকে ফর্মালডিহাইড পরিশোধন করার সবচেয়ে কার্যকরী গাছ হচ্ছে, বাঁশ পাম গাছ। পর্যাপ্ত সূর্যের আলোতে বেড়ে ওঠা এই গাছ ১০ থেকে ১২ ফুট লম্বা হয়ে থাকে। প্রচুর পরিমাণ বাতাস পরিশোধন করতে পারে। বাঁশ পাম গাছ বাতাস থেকে বেন্জেনে, ফর্মালডিহাইড, ট্রাইক্লোরোইথিলিন নামক বিষাক্ত দূষণ মুক্ত করে।
[caption id="attachment_2867" align="aligncenter" width="453"] স্নেক প্লান্ট[/caption]
এই গাছটি সচারাচারই অফিস কিংবা রেস্টুরেন্টে দেখে থাকেন। এই স্নেক প্লান্ট সহজে মারা যায় না। মাঝে মাঝে পানি দিলেই চলে। শুকনা স্থানে এই গাছ হয়ে থাকে। অল্প আলোতে বেঁচে থাকে। ঘরের ভেতরের বাতাসে থাকা বেন্জেনে, ফর্মালডিহাইড, ট্রাইক্লোরোইথিলিন ও জাইলিন নামক বিষক্ত রাসায়নিক গ্যাসকে দূর করে স্নেক প্ল্যান্ট।
[caption id="attachment_2868" align="aligncenter" width="459"] বস্টন ফার্ন[/caption]
বস্টন ফার্ন ঠান্ডা ভেজা আদ্র স্থানে আলোর বিপরীতে জন্মে থাকে। এই ছোট্ট গাছটির উপযুক্ত জন্ম স্থান হছে আমাদের বাথরুম। বস্টন ফার্ন বাতাসের মিশে থাকা বিষ জাইলিন ও ফর্মালডিহাইডকে দূর করে।
[caption id="attachment_2869" align="aligncenter" width="507"] পিস লিলি[/caption]
পিস লিলি আকারে ছোট কিন্তু বাতাস পরিষ্কার করার গুরুত্বপূর্ণ ক্ষমতা এর রয়েছে। খুব সহজেই জন্মে এই গাছ, গ্রীষ্মকালে ফুলও হয়। এই গাছ ছায়া স্থান ও কম ভেজা মাটিতে রাখতে হয়। পিস লিলি বাতাসে মিশে থাকে অ্যামোনিয়া, বেন্জেনে, ফর্মালডিহাইড, ট্রাইক্লোরোইথিলিন দূর করে বাতাসকে রাখে দূষণ মুক্ত।
[caption id="attachment_2870" align="aligncenter" width="450"] ফিকাস[/caption]
ফিকাস গাছটির আকার ও গঠন অনেকেরই পছন্দ। কোন পাত্রে এই গাছ লাগানো হয়েছে তার ওপর নির্ভর করে এর বৃদ্ধি। এরা সাধারণত ২ থেকে ৫ ফুট লম্বা হয়ে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিকাস গাছ বাতাস পরিষ্কার বা দূষণ মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
[caption id="attachment_2871" align="aligncenter" width="510"] দ্রাকাএনা[/caption]
প্রায় ৪০ ধরনের দ্রাকাএনা গাছ রয়েছে। যেগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এই গাছ বাতাস থেকে বেন্জেনে, ফর্মালডিহাইড, ট্রাইক্লোরোইথিলিন ও জাইলিন দূর করে। তবে এই গাছ ঘরের কুকুর বা বিড়ালের জন্য বিষাক্ত। তাই এই ধরনের গাছ ঘরে আনার আগে আপনার ভেবে নেয়া উচিত।
[caption id="attachment_2872" align="aligncenter" width="479"] স্পাইডার প্লান্ট[/caption]
সহজেই ঘরে জন্মানোর জন্য উত্তম গাছ হচ্ছে, এই স্পাইডার প্লান্ট। যদি আপনি আপনার ঘরে টবে গাছ লাগাতে চান তবে এই স্পাইডার প্লান্ট দিয়ে শুরু করতে পারেন। মোটামুটি উজ্জ্বল ও সরাসরি আলোর বিপরীতে এই গাছ ভালো হয়। ফর্মালডিহাইড, জাইলিন দূষণ থেকে বাতাসকে রক্ষা করে স্পাইডার প্লান্ট।
[caption id="attachment_2873" align="aligncenter" width="494"] গার্ডেন মাম[/caption]
নাসা’র গবেষণায় এমনটাই প্রকাশ পেয়েছে য়ে, গার্ডেন মাম বাতাস পরিষ্কার করার জন্য অন্যতম সেরা একটি গাছ। এই গাছ ঘরের ভেতরের বাতাস থেকে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া, বেন্জেনে, ফর্মালডিহাইড, ট্রাইক্লোরোইথিলিন, জাইলিন দূর করে থাকে। জনপ্রিয় এই গাছটি সল্প খরচেই ঘরের টবে লাগানো যায়।
এই গাছগুলো ঘরে থাকলে আপনার ঘরের বাতাসকে রাখবে পরিষ্কার ও দূষণ মুক্ত। এছাড়াও আপনার সঙ্গে প্রকৃতির একটি বন্ধনও তৈরি করবে এই গাছগুলো। শহুরে জীবনের ইট পাথরের ঘরে গাছ লাগান, ভালো রাখুন ঘরের বাতাস, সুস্থ থাকুন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.