দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 27 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ, যা প্রায়ই নজরে আসে না

বার্তা কক্ষ
June 27, 2025 11:42 pm
Link Copied!

ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ, যা প্রায়ই নজরে আসে না

ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ, যা প্রায়ই নজরে আসে না। ছবি: সংগৃহীত

ফুসফুসে ক্যানসার বললেই আমাদের চোখে ভেসে ওঠে দীর্ঘদিনের কাশি, রক্ত উঠা কিংবা হঠাৎ করে ওজন কমে যাওয়ার মতো দৃশ্য। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। অনেক ক্ষেত্রেই ক্যানসার নিঃশব্দে শরীরে বাসা বাঁধে কোনো জোরালো লক্ষণ ছাড়াই। আর এই কারণেই এটি অত্যন্ত বিপজ্জনক। কিছু সূক্ষ্ম উপসর্গ, যেগুলো সাধারণ জ্বর-সর্দি, ক্লান্তি বা বার্ধক্যজনিত বলে ধরে নেয়া হয়, যা আসলে হতে পারে ফুসফুস ক্যানসারের শুরু।চলুন জেনে নিই ফুসফুসে ক্যানসারের এমন ৫টি প্রাথমিক লক্ষণ, যা আমরা প্রায়ই অজান্তে উপেক্ষা করি।

১. কাঁধে ব্যথা, অথচ সমস্যা ফুসফুসে

ফ্রোজেন শোল্ডার, খারাপ ভঙ্গি বা ঘুমের ভুল ভঙ্গি এসবকেই সাধারণত কাঁধের ব্যথার কারণ হিসেবে ধরা হয়। কিন্তু প্যানকোস্ট টিউমার নামের একধরনের ফুসফুস ক্যানসার উপরের ফুসফুসে বেড়ে ওঠে এবং আশেপাশের স্নায়ুতে চাপ সৃষ্টি করে। এতে কাঁধে ও হাতে ব্যথা ছড়িয়ে পড়ে। যেহেতু ফুসফুসে ব্যথার অনুভূতি নেই, তাই এ ব্যথা ভুলবশত পেশীর সমস্যা বলে মনে হয়। সাধারণ ওষুধে এই ব্যথা কমে না, তাই এটি প্রায়ই ভুলভাবে বিচার করা হয়।

২. কণ্ঠস্বরের পরিবর্তন

শুকনো গলা, ঠাণ্ডা লাগা, বেশি কথা বলা এগুলোকে দায়ী করে অনেক সময় আমরা কণ্ঠের স্বরভঙ্গিকে গুরুত্ব দিই না। কিন্তু যদি কণ্ঠস্বর ধীরে ধীরে রুক্ষ, নিস্তেজ বা নিঃশ্বাসভরা শোনায় এবং তা সপ্তাহের পর সপ্তাহ ধরে থাকে, তাহলে এটি হতে পারে ফুসফুস ক্যানসারের লক্ষণ। টিউমার যদি ভোকাল কর্ডের স্নায়ুতে চাপ ফেলে, তাহলে এই পরিবর্তন ঘটে।

৩. এক চোখের পাতার ঢলে পড়া ও চোখ ছোট হয়ে যাওয়া

এক পাশে চোখের পাতার ঝুলে পড়া, ছোট চোখের মণি এবং ঘাম কমে যাওয়া এই তিনটি মিলে গঠিত হয় ‘হর্নার্স সিনড্রোম’। এটি তখনই ঘটে, যখন ফুসফুসের উপরিভাগে থাকা টিউমার স্নায়ুগুলোর উপর প্রভাব ফেলে। যেহেতু এতে ব্যথা হয় না, তাই অনেকেই এটি উপেক্ষা করেন। কিন্তু এটি হতে পারে একেবারে প্রাথমিক পর্যায়ের ক্যানসারের স্পষ্ট সংকেত।

৪. আঙুলের অস্বাভাবিক ফোলাভাব 

অনেকেরই আঙুলের ডগা বা নখ কিছুটা গোলাকার হতে দেখা যায়, যা তারা স্বাভাবিক বলে ধরে নেন। তবে আঙুলের মাথা মোটা হয়ে যাওয়া এবং নখ বাঁকতে শুরু করলে তা হতে পারে ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার ইঙ্গিত। ফুসফুস ক্যানসারের নির্দিষ্ট কিছু প্রকার, বিশেষ করে নন-স্মল সেল ফুসফুস ক্যানসারে এই পরিবর্তন প্রথমদিকেই দেখা দিতে পারে। ধীরে ধীরে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ।

৫. ঘুমিয়েও না কমা ক্লান্তি

রাতভর ঘুম, বিশ্রাম কিংবা ছুটি সবকিছু থাকার পরেও যদি শরীরে একরকম স্থায়ী ক্লান্তি থাকে, তাহলে সেটি সাধারণ ক্লান্তি নাও হতে পারে। ক্যানসার শরীরে প্রবেশ করার পর ইমিউন সিস্টেম একধরনের প্রদাহজনিত রাসায়নিক (সাইটোকাইন) তৈরি করে, যা শক্তি কমিয়ে দেয়। এই ক্লান্তি দিনের পর দিন বাড়তে পারে, কিন্তু সাধারণ কাজের ক্লান্তির মতো নয়।