দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 3 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বার্তা কক্ষ
December 3, 2025 6:59 pm
Link Copied!

‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যদি কমিশনের পক্ষপাতমূলক আচরণ দেখা যায়, তবে এনসিপি রাস্তায় নামতে বাধ্য হবে।

নাহিদ ইসলাম জানান, নিজস্ব প্রতীকে ভোটের সুযোগ নিশ্চিত করতে আরপিও সংশোধনীর মতো সাহসী সিদ্ধান্তকে এনসিপি স্বাগত জানায়। তবে এই সংস্কার বাতিলের জন্য বাইরে থেকে চাপ প্রয়োগের অপচেষ্টার কঠোর নিন্দা জানান তিনি। তাঁর ভাষায়—‘এটি নিয়ে আদালতে রিট করা হচ্ছে। আমরা কমিশনকে বলেছি, আইনগতভাবে দৃঢ় অবস্থানে থাকতে হবে।’

তিনি আরও বলেন, কালো টাকার অবাধ ব্যবহার প্রতিরোধে কঠোর ও টেকসই ব্যবস্থা নিতে হবে ইসিকে। পাশাপাশি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে যে উদ্বেগ আছে, সেটিও নজরে আনার সময় এসেছে। প্রশাসনিক রদবদলে রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কমিশনকে অবশ্যই বিষয়টি যাচাই করতে হবে।

প্রার্থী–হলফনামার তথ্য যাচাই, ভুল তথ্যের ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা এবং ইসির আইন–বিধিমালার সমান প্রয়োগ—এই তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান এনসিপির আহ্বায়ক।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন—গণভোটের কাঠামো ও প্রশ্ন–বিষয়ক প্রক্রিয়া ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, তাই আগে থেকেই দেশের মানুষের কাছে স্পষ্টভাবে প্রচারণা চালানো প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক পরিবেশ বিবেচনায় রেখে এমন সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান, যাতে সব দল সমানভাবে নির্বাচনের প্রস্তুতির সময় পায়।

বৈঠকের পর নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ গ্রহণ করে।