প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:০৮ এ.এম
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এই সংলাপ। নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিতেই এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) ইসির জনসংযোগ শাখা থেকে দিনব্যাপী এই সংলাপে অংশ নিতে আমন্ত্রণপত্র পাঠানো হয় বিভিন্ন রাজনৈতিক দলকে।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সেশনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন। একদিনে দুই সেশনে মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। সংলাপের সূচি অনুযায়ী, শেষ পর্যায়ে বিএনপি ও জামায়াত ইসলামী অংশ নেবে আলোচনায়। এর আগে ইসি শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেছে।

১৩ নভেম্বরের দিনব্যাপী সংলাপে ১২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল সেশনে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিকেলের সেশনে অংশ নেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.