দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

বার্তা কক্ষ
October 25, 2025 2:27 pm
Link Copied!

গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) তারিখ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন যে, অতীতের স্বৈরশাসনের সময় প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করা হয়েছিল, প্রায় ২০ হাজার কর্মীকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছিলেন।

তিনি আরও বলেন, “বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর দমন-নিপীড়ন শুরু হয়েছিল। তবে বাকশাল বিলুপ্তির পর প্রেসের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সময় থেকেই গণমাধ্যমে সংস্কারের ভিত্তি স্থাপিত হয়।”

 “পূর্ববর্তী দমননীতির সময় থেকেও ‘নয়া দিগন্ত’ সাহসিকতার সঙ্গে কাজ করে এসেছে। এই পত্রিকার সাংবাদিক ও কর্মীরা জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “নির্বাচনের সময়সূচি ঘোষিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এর মধ্যেই প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা সম্ভব হবে।”