আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 10 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Link Copied!

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্তে তিনি প্রার্থিতা ফিরে পান। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

গত শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ইসি তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানায়। সে সময় তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ঘোষণা করেন। আজ রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তার আবেদন গ্রহণ করা হয়।

এর আগে তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর ঘরের মেয়ে হিসেবে তিনি এলাকার মানুষের সেবা করতে চান। খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা উল্লেখ করে তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার স্বপ্ন থাকলেও বাস্তবতার কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৭০টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শুক্রবার পর্যন্ত মোট ৭২৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। পরবর্তীতে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় চূড়ান্তভাবে ৬৪৫টি আপিল নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত হয়। এসব আবেদনের শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর প্রতীক চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।