বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ অবস্থায় দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি গঠনতন্ত্র অনুসারে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে দলের সবাই তার সফল নেতৃত্বের জন্য দোয়া করবেন বলেও তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমান আগামী ১১ জানুয়ারি জাতীয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার লক্ষ্যে উত্তরাঞ্চল সফরের যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।


