
জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর।
এদিন সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঐক্য পরিষদের নেতারা বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। পরে তারা জানান, বৈঠকে তারেক রহমান একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। সে কারণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.