আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়টি নিজেই নিশ্চিত করেন প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।”
ঢাকা-১৬ আসনটি মূলত পল্লবী থানা ও রূপনগর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত। এ আসনের অন্তর্ভুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড। পাশাপাশি মিরপুর-১২, মিরপুর-১১, কালশী এবং পল্লবী আবাসিক এলাকার একটি বড় অংশ এই আসনের আওতায় রয়েছে।
এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) আমিনুল হক রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সাবেক ফুটবল তারকা আমিনুল হক বলেন, “সারা দেশের মানুষের মধ্যেই এখন নির্বাচনী উৎসবের আমেজ দেখা যাচ্ছে।”
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.