আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 31 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ, দুপুর ২টায় জানাজা

Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১২টার কিছু পর জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়িটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

দুপুর ২টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক।

এর আগে বেলা ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরে তারেক রহমানের বাসভবন থেকে খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু হয়। সকাল ৯টা ১৭ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সটি সেখানে পৌঁছায়। তারও আগে সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি রওনা হয়।

মরদেহ আনার ঘটনাকে কেন্দ্র করে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজা এলাকার আশপাশে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। ব্যারিকেড দিয়ে গুলশান অ্যাভিনিউ সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়।

গাড়িবহরে লাল-সবুজ রঙের একটি বাসও ছিল। জানাজাস্থলে উপস্থিত হন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনরাও গাড়িবহরে ছিলেন।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৮০ বছরের দীর্ঘ, ঘটনাবহুল জীবনের অবসানে শোকস্তব্ধ দেশ।

তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। পাশাপাশি আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।