
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউ এখন মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ। আজ বুধবার দুপুর ২টায় এখানেই তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে সকাল ৯টার কিছু সময় আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন এবং দলীয় নেতাকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পাশেই অবস্থিত ‘ফিরোজা’ ভবন, যেখানে তিনি দীর্ঘদিন বসবাস করতেন।
গুলশানে তারেক রহমানের বাসভবন ও ফিরোজা ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর ইন্তেকালে গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছে বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.