
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা। ভারতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোক বার্তায় বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তাদের এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।”
ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার পর এটি শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম বড় ধরনের আনুষ্ঠানিক শোক বার্তা। রাজনৈতিক বৈরিতার পরও দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তার শোক বার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.