
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। দলীয়ভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেন।
দলীয় সূত্র জানায়, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে জাতীয় সংসদ ভবন এলাকার পাশের জিয়া উদ্যানে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি শায়িত হবেন তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.