
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক সংক্ষিপ্ত ঘোষণায় এ কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দলীয় প্রধানের প্রয়াণে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করবেন। একই সঙ্গে মসজিদে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান কার্যালয়ে শোকবই খোলা থাকবে।
এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.