আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 25 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বুলেটপ্রুফ বাসে করে তিনি যাত্রা শুরু করেন।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারও আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিমানটি।

বাংলাদেশের আকাশে প্রবেশের পর বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় আজ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার রাত থেকেই সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হওয়ায় বৃহস্পতিবার সকালে পুরো ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশবাসী অপেক্ষমাণ— তাকে একনজর দেখার জন্য, দুটি কথা শোনার জন্য।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসের গত ৫৫ বছরে আজ যে অবিস্মরণীয় মুহূর্ত সৃষ্টি হতে যাচ্ছে, তা দেশবাসী ও বিশ্ববাসী প্রত্যক্ষ করবে। আমরা আশা করি, এই দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় যাবেন তারেক রহমান। সেখানে অল্প সময়ের জন্য তিনি দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন এবং সেখান থেকে সরাসরি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।