প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। অপর দিকে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিদের আরেকটি দল।
চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। সেখানে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনূস সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন।