দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 26 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সালমান শাহ হত্যা মামলা- আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বার্তা কক্ষ
October 26, 2025 1:28 pm
Link Copied!

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যাকাণ্ডে মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের অবস্থান জানতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আসামিদের কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন, তবে যাতে তারা দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের তথ্য ইমিগ্রেশনে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তদন্তে কোনো চাপ নেই এবং শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে মামলার প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক গত চার দিন ধরে নিখোঁজ। তাঁর ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। একইভাবে অভিযুক্ত ডন হকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

গত ২১ অক্টোবর মধ্যরাতে রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার মামা আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডনসহ মোট ১১ জন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার হয়। প্রায় তিন দশক এটি অপমৃত্যু মামলা হিসেবেই চললেও সম্প্রতি আদালতের নির্দেশে তা হত্যা মামলা হিসেবে পুনরুজ্জীবিত হয়েছে।

পিবিআইয়ের প্রতিবেদনে সালমানকে আত্মহত্যা করেছে বলা হলেও, তাঁর মা নীলা চৌধুরী তা মানেননি এবং হত্যার দাবি জানিয়ে আসছেন। নব্বইয়ের দশকের ঢালিউডে সালমান শাহ ছিলেন উজ্জ্বল নক্ষত্র। মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করে অর্জন করেছিলেন অগণিত ভক্তের ভালোবাসা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মৃত্যুর আগের দিন তিনি ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিং করছিলেন। শাবনূরের সঙ্গে খুনসুটি দেখে সামিরা ক্ষুব্ধ হন। সেদিন রাতে সালমানকে নিউ ইস্কাটনের ফ্ল্যাটে পৌঁছে দেন পরিচালক বাদল খন্দকার। এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা, যা আজও রহস্যময় থেকে গেছে।