রাশিয়ায় গত ৫ সেপ্টেম্বর পর্দা উঠেছে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। যুবরাজ শামীমের প্রযোজনায় ‘দরবার শরীফ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।
এদিকে, স্বল্পদৈর্ঘ্যটির এই প্রযোজক জানান, কাজান উৎসবের পরপরই যুক্তরাষ্ট্রের ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী প্রদর্শনী হিসেবে নির্বাচিত হয়েছে সৌমিকের ছবিটি। ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.