দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 8 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

রাশিয়ার চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় যশোরের তরুণ

বার্তা কক্ষ
September 8, 2025 8:27 am
Link Copied!

রাশিয়ায় গত ৫ সেপ্টেম্বর পর্দা উঠেছে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। যুবরাজ শামীমের প্রযোজনায় ‘দরবার শরীফ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে নির্মাতা সৌমিকের সঙ্গে চিত্রগ্রাহক শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামসও পৌঁছেছেন রাশিয়ার কাজানে। সেখানে তারা ইতোমধ্যে হেঁটেছেন লাল গালিচায়; অংশ নিয়েছেন সংবাদ সম্মেলনে।সেখানে সৌমিক জানিয়েছেন, কাজানের স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’-এর প্রিমিয়ার প্রদর্শনী।

এদিকে, স্বল্পদৈর্ঘ্যটির এই প্রযোজক জানান, কাজান উৎসবের পরপরই যুক্তরাষ্ট্রের ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী প্রদর্শনী হিসেবে নির্বাচিত হয়েছে সৌমিকের ছবিটি। ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব।