একটি আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি পরিচিত শুটিং হাউজে নাটক ও সিনেমার শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় আবাসিক এলাকা কল্যাণ সমিতি।
২০ জুলাই ইস্যুকৃত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। এই নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের অনেক পরিচিত শিল্পী ও নির্মাতা।
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, ‘শুটিংয়ের বাড়ি যারা বন্ধ করে দিচ্ছে খুঁজে খুঁজে তাদের বাড়িতে গিয়ে শুটিং করতে হবে। ইরানের মত দেশ সিনেমা করে অস্কার পায়। আর আমরা এখনো লবিং করে অনুদান নেই এবং জাতীয় পুরস্কার পাই। তাই মানুষও আমাদের ঘৃণা করে।’
নির্মাতা মাহমুদ দিদার তার ফেসবুক পোস্টে এই পরিস্থিতিকে ‘দুঃসময়’ হিসেবে উল্লেখ করেছেন। তার কথায়, ‘শুটিং হাউস বন্ধ করে দিতে বলেছে। অনেক বছর ধরে উত্তরায় শুটিং হয়! কোনো কমপ্লেইন ছিল না। এখন চলবে না এসব! ঘুমের ডিস্টার্ব হয়। আমার ধারণা, এই অঞ্চলে দীর্ঘদিনের যে শুটিং কালচার, এটা আর থাকবে না। এটা কেবল আলামত! উত্তরা কিংবা পুবাইল—দুঃসময় এল বলে।’
পরিচালক তপু খান এই নিষেধাজ্ঞাকে ‘শিল্প সংস্কৃতি বিকাশে বাধার সামিল’ বলে অভিহিত করেছেন। তিনি উত্তরার জনপ্রিয় লাবনী ৪ শুটিং হাউজের স্মৃতিচারণ করে বলেন, ‘আমাদের অনেকের স্মৃতি বিজরিত শ্যুটিং হাউজ উত্তরার লাবনী ৪। এই হাইউজের আসলাম ভাই।আমার দেখা অন্যতম ভাল এবং নিরীহ মানুষ।’
তিনি সংশ্লিষ্ট সংগঠনগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন, ‘যদি কোন ত্রুটি বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে আলোচনা মাধ্যমে সমাধান করা যাবে। তাই বলে সরাসরি নিষেধাজ্ঞা কে ভাল চোখে দেখছি না।’