দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সেই ‘শামীম স্যারই’ আজ মোশাররফ করিম

বার্তা কক্ষ
June 24, 2025 10:07 pm
Link Copied!

মোশাররফ করিমের ‘শামীম স্যার’ পরিচয়টা অনেকের কাছেই নতুন এক চমক। যাকে আমরা পর্দায় অসাধারণ অভিনয়ে চিনে এসেছি, তিনি যে একসময় শিক্ষক ছিলেন, তাও আবার দেশের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার ই-হকে এটা সত্যিই বিস্ময়কর ও মানবিক এক দিক।

এই তথ্য সামনে আসার পর তার প্রতি শ্রদ্ধা যেন আরও বেড়ে যায়। কারণ শিক্ষকতা, বিশেষ করে এমন প্রতিষ্ঠানে পড়ানো, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠে এটা কোনো সাধারণ বিষয় নয়। সেই শিক্ষকই পরবর্তীতে হয়ে ওঠেন বাংলার অভিনয় জগতের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মুখগুলোর একজন।

গায়িকা কণার মত সাবেক ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা প্রমাণ করে, ‘শামীম ভাই’ নামটা শিক্ষার্থীদের হৃদয়ে। এমন বাস্তব ও মাটির কাছের জীবনগল্পই একজন শিল্পীর অভিনয়কে করে তোলে বাস্তব ও নিখুঁত।

মোশাররফ করিমের এই শিক্ষকতা-অভিনয় পরিণতির যাত্রা আমাদের আবারও মনে করিয়ে দেয় প্রতিভা যে কোনো জায়গা থেকেই বিকশিত হতে পারে। যদি সেই জায়গায় থাকে মেধা, নিষ্ঠা আর স্বপ্ন দেখার সাহস।

১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন মোশাররফ করিম। তবে ২০০৪ সাল থেকে নিয়মিত অভিনয় জগতে কাজ করতে শুরু করেন এ শক্তিশালী অভিনেতা। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। ওটিটিতেও বাজিমাত করেছেন তিনি। সেই সঙ্গে চলচ্চিত্রেও দাপট দেখিয়ে যাচ্ছেন। এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার ‘ইনসাফ’। সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দিয়েও দর্শক মাতিয়েছেন এ গুণী অভিনেতা। সামনে একাধিক প্রজেক্ট হাতে রয়েছে মোশাররফ করিমের।