দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

শাহরুখ খানকে নিয়ে নেট দুনিয়ায় নতুন আলোচনা

বার্তা কক্ষ
June 19, 2025 11:52 pm
Link Copied!

শাহরুখ খানের আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকমহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সিনেমাটি পরিচালনায় রয়েছেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এবার এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরান। গুঞ্জন উঠেছে, শাহরুখের এই ছবির জন্য একটি বিশেষ হিন্দি গান রেকর্ড করেছেন তিনি।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সম্প্রতি এক ইনস্টাগ্রাম মন্তব্যে বিষয়টি ইঙ্গিত দেন এড নিজেই। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, “হিন্দি গানটা শাহরুখ খানের একটি বলিউড সিনেমার জন্য ছিল। এটি অরিজিৎ সিংয়ের সঙ্গে করা ‘স্যাফায়ার’ ট্র্যাকের মতো।” যদিও এড সরাসরি ‘কিং’ সিনেমার নাম উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করেই অনেকে অনুমান করছেন, তিনি হয়তো শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর দিকেই ইঙ্গিত করেছেন।

এড শিরান। ছবি: সংগৃহীত

এড শিরান। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, শাহরুখ এর আগেও আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। ২০১১ সালের ‘রাওয়ান’ সিনেমায় মার্কিন হিপ-হপ তারকা একন গেয়েছিলেন ‘ছম্মক ছল্লো’ গানটি, যা সুপারহিট হয়েছিল বিশ্বব্যাপী।

এড শিরানের আসন্ন অ্যালবাম ‘প্লে’-তে ‘স্যাফায়ার’ নামের একটি গান রয়েছে, যেখানে অরিজিৎ সিং কিছু পাঞ্জাবি লাইন গেয়েছেন। সে সূত্র ধরেই এই নতুন হিন্দি গানটির সম্পর্কেও কৌতূহল বাড়ছে।

যদিও এখনো প্রযোজনা প্রতিষ্ঠান বা শাহরুখের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে শাহরুখ-এড শিরান জুটির সম্ভাবনা বলিউড ও আন্তর্জাতিক সংগীতপ্রেমীদের মাঝে এক নতুন উন্মাদনা তৈরি করেছে।