বিখ্যাত সাহাবি হজরত আবু উমামা বাহিলি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তোমরা কোরআন তিলাওয়াত করবে। কেননা কিয়ামতের দিন তা তিলাওয়াতকারীদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে...। (মুসলিম, হাদিস : ১৭৪৭)
কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরির পাঁচটি গোপন রহস্যের কথা জানিয়েছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ আল-গাজালি (রহ.)।
তিনি বলেছেন, কোরআন পাঠের বাহ্যিক কিছু শিষ্টাচার আছে, তবে এর অভ্যন্তরে লুকিয়ে আছে কিছু ‘রুহানিয়াত গোপন রহস্য’, যেগুলো পাঠকের জীবন বদলে দিতে পারে।
আলোচিত সেই পাঁচ গোপন রহস্য নিচে তুলে ধরা হলো—
১. আল্লাহর বাণীর মহত্ত্ব অনুভব করা
কোরআন তিলাওয়াত শুরুর আগে পাঠক যেন হৃদয়ে অনুভব করেন, তিনি কোনো সাধারণ বই নয়—সৃষ্টিকর্তা আল্লাহর বাণী পাঠ করছেন। আরশ, আসমান-জমিন ও সৃষ্টিজগতের দৃশ্য যেন চোখে ভেসে ওঠে এবং তিলাওয়াকতারী যেন কোরআনের মাধ্যমে আল্লাহর গুণাবলি, জ্ঞান ও হিকমতের পরিচয় লাভ করেন।
২. অর্থ নিয়ে গভীর চিন্তা ও অনুধাবন করা
ইমাম গাজালি বলেন, যারা সত্যিই কোরআনকে ভালোবাসেন, তারা শুধু পড়েই থেমে থাকেন না; বরং প্রতিটি আয়াতের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করেন।
তিনি হজরত আলী (রা.)-এর বাণী উল্লেখ করে বলেন : ‘যে ইবাদতে অনুধাবন নেই, সে ইবাদতে কোনো কল্যাণ নেই; যে তিলাওয়াতে চিন্তা নেই, তাও অর্থহীন’।
৩. প্রাসঙ্গিক জ্ঞান আহরণ করা
তিলাওয়াতের সময় কোরআনের প্রতিটি অংশ থেকে প্রাসঙ্গিক জ্ঞান আহরণ করতে হবে। যেমন—
৪. কোরআন বোঝার প্রতিবন্ধকতা এড়িয়ে চলা
আল্লাহ বলেন : …নিশ্চয়ই আমি তাদের হৃদয়ে পর্দা দিয়ে দিয়েছি, যাতে তারা কোরআন না বুঝতে পারে…(সূরা কাহফ আয়াত : ৫৪)
ইমাম গাজালি ব্যাখ্যা করেছেন, কোরআন বোঝার পথে প্রধান দুটি বাধা হলো—
১. সন্দেহ ও অবিশ্বাস।
২. দুনিয়ার প্রতি গভীর আসক্তি।
এছাড়া ইবাদতকারীরা কোরআন বোঝার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার মুখোমুখি হন, তাহলো—
৫. আয়াতের প্রভাব নিজের আচরণে প্রকাশ করা
ইমাম গাজালি রহ. বলেন, তিলাওয়াতকৃত আয়াত যেন মানুষের আচরণ, অনুভূতি ও শরীরে দৃশ্যমান হয়। যেমন—
এমন অনুভব ও প্রতিক্রিয়া কোরআন তিলাওয়াতকে জীবন্ত করে তোলে।
ইমাম গাজালী (রহ.) বলেন, এভাবেই একজন মুসলিমের হৃদয় কোরআনের বরকত ও আলোয় আলোকিত হতে পারে।
সূত্র : অ্যাবাউট ইসলাম
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.