দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 18 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এআই যা বলে, অন্ধভাবে বিশ্বাস করবেন না: গুগলের সিইও

বার্তা কক্ষ
November 18, 2025 6:34 pm
Link Copied!

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই সম্প্রতি এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন—কৃত্রিম বুদ্ধিমত্তা যা বলে, তা হুট করে বিশ্বাস করা মোটেও স্মার্ট মুভ নয়।

বিবিসিকে তিনি জানান, এআই মডেলগুলো স্বভাবগতভাবেই ভুল করতে পারে। তাই তিনি জোর দিয়ে বলেন—কোনো তথ্য যাচাই–বিশ্লেষণে শুধু এআই-এর ওপর নির্ভর না করে, অন্যান্য সোর্স থেকেও ভ্যালিডেশন করা জরুরি। তাঁর ভাষায়, “এ কারণেই মানুষ এখনও গুগল সার্চ ব্যবহার করে। আমাদের আরও কিছু সল্যুশন আছে, যেগুলো তথ্যের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি রিলায়েবল।”

সৃজনশীল লেখা বা আইডিয়া জেনারেশনে এআই দারুণ সহায়ক হলেও, পিচাই মনে করিয়ে দেন—টুলকে তার ‘core strength’-এ ব্যবহার করতে হবে, আর যেটা বলে তা অন্ধ আস্থায় গ্রহণ করা চলবে না। তিনি বলেন, “আমরা নির্ভুল ডেটা দেওয়ার জন্য কঠিন পরিশ্রম করি, কিন্তু বর্তমান cutting-edge এআই টেকও কখনো সখনো ভুল করতে পারে।”

গুগলের নতুন কনজিউমার এআই মডেল জেমিনি ৩.০ নিয়ে প্রযুক্তি দুনিয়া তুমুল আলোচনা করছে—যা নাকি চ্যাটজিপিটি হারানো মার্কেট শেয়ার আবার রিক্লেইম করতে শুরু করেছে। এ বছরের মে মাস থেকে গুগল সার্চে নতুন একটি এআই মোড যুক্ত করা হয়, যেখানে জেমিনি চ্যাটবটকে এমনভাবে ইন্টিগ্রেট করা হয়েছে যেন ব্যবহারকারী কোনো এক্সপার্টের সঙ্গে আলাপ করছে।

তখন পিচাই বলেছিলেন, সার্চে জেমিনি সংযুক্তি আসলে গুগলের এআই প্ল্যাটফর্ম ট্রান্সফরমেশনের এক নতুন ফেজ—মূলত চ্যাটজিপিটির মতো সার্ভিসগুলোর সঙ্গে কম্পিটিশনে টিকে থাকা এবং নতুন ভ্যালু ডেলিভারি নিশ্চিত করার প্রচেষ্টা।

বছরের শুরুতে বিবিসির এক গবেষণায় দেখা যায়—ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, গুগল জেমিনি এবং পারপ্লেক্সিটি—সব এআই টুলই কখনো কখনো সংবাদ সংক্ষেপণে ভুল করেছে বা প্রশ্নের উত্তরে ‘significant inaccuracies’ দিয়েছে।

সাক্ষাৎকারে পিচাই আরও বলেন—টেকনোলজি যত দ্রুত evolve করছে, আর সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে যে সেফটি-প্রটোকল যুক্ত হচ্ছে, তার মধ্যে একটা টেনশন তৈরি হয়। অ্যালফাবেটের জন্য এই চ্যালেঞ্জ মানে হলো—একইসঙ্গে bold থাকা এবং responsible থাকা।

তিনি জানান, এআই–এ বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গুগল এআই সেফটিতেও ব্যাপক ইনভেস্ট করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, “আমরা এমন টেক ওপেন সোর্স করছি যা দিয়ে বোঝা যাবে কোনো ছবি এআই-জেনারেটেড কি না।”

ইলন মাস্ক একসময় বলেছিলেন—গুগলের অধীনস্থ ডিপমাইন্ড নাকি এআই–নির্ভর একধরনের ‘স্বৈরতন্ত্র’ তৈরি করতে পারে। এ প্রসঙ্গে পিচাই বলেন—এত শক্তিশালী প্রযুক্তির নিয়ন্ত্রণ একক কোনো প্রতিষ্ঠানের হাতে থাকা উচিত নয়।

তিনি যোগ করেন, “যদি একটাই কোম্পানি এআই বানাত এবং সবাইকে সেটাই ব্যবহার করতে হতো, তাহলে আমিও চিন্তিত হতাম। কিন্তু আমরা ওই স্টেজে এখনো অনেক দূরে।”

সূত্র: বিবিসি