দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

নতুন বিধিনিষেধ আনলো ইউটিউব, নিয়ম অমান্য করলেই কঠোর ব্যবস্থা

বার্তা কক্ষ
June 29, 2025 3:28 pm
Link Copied!

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের লাইভ স্ট্রিমিং নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একা লাইভ স্ট্রিমিং করার জন্য ব্যবহারকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৬ বছর। আগামী ২২ জুলাই ২০২৫ থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ইউটিউব।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ি ইউটিউবের সহায়তা পৃষ্ঠায় দেয়া তথ্যমতে, যেসব কনটেন্ট নির্মাতার বয়স ১৬ বছরের নিচে, তারা সরাসরি লাইভ স্ট্রিম করতে পারবেন না। তবে নির্দিষ্ট শর্তে করতে পারবেন। ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের লাইভ করতে হলে এখন থেকে ক্যামেরার সামনে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ককে উপস্থিত থাকতে হবে।

  • ১৬ বছরের নিচে একা লাইভ করা যাবে না
  • লাইভ করতে হলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে চ্যানেলের ম্যানেজার, সম্পাদক বা মালিক হিসেবে যুক্ত করতে হবে
  • সেই প্রাপ্তবয়স্ককে লাইভ চলাকালীন ক্যামেরার সামনে স্পষ্টভাবে উপস্থিত থাকতে হবে এবং স্ট্রিমের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে হবে

ইউটিউব জানিয়েছে, কেউ যদি এ নিয়ম অমান্য করে লাইভ স্ট্রিম করেন, তাহলে তার লাইভ চ্যাট বা অন্যান্য সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হতে পারে। প্রয়োজনে চ্যানেল স্থায়ীভাবে নিষ্ক্রিয়ও করা হতে পারে। কেউ যদি ভিন্ন চ্যানেলের মাধ্যমে এই নিয়ম ভাঙার চেষ্টা করেন, সেটিও ইউটিউবের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

যদিও ইউটিউব সরাসরি এই পরিবর্তনের পেছনের কারণ ব্যাখ্যা করেনি, তবে ধারণা করা হচ্ছে—প্ল্যাটফর্মে কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি হ্রাস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ ইউটিউব জানিয়েছে, নতুন নিয়মের কারণে যদি কারও লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায়, তাহলে তাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।