
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টাস্কফোর্স।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাতে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, ১৭ সেপ্টেম্বর, দিলকুশাস্থ অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিলগালা করে।
তখন এনবিআর জানায়, কর ফাঁকির সম্ভাব্য অভিযোগ যাচাই করার লক্ষ্যে লকারগুলো জব্দ করা হয়েছে।
এ ছাড়া, ১০ সেপ্টেম্বর, পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার আরেকটি ১২৮ নম্বর লকারও জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.