
রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বিশেষজ্ঞদের মতে, এ মাত্রার ভূমিকম্প সাধারণত মাঝারি ধরনের, যা ভবনসহ বিভিন্ন স্থাপনায় হালকা কাঠামোগত ক্ষতি ঘটাতে পারে।
কম্পনের মুহূর্তে ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। পুরো কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড।
ঘটনার পরপরই এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.