প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের প্রথম দিনেই প্রায় ৩,৪০০ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম টিমের লিডার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।
১৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়া থেকে সর্বাধিক ১ হাজার ৭৪৫ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। জাপান থেকে ৬৯০, চীন থেকে ৩৬৮ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৩ জন ভোটার নিবন্ধন করেন। এছাড়া লিবিয়া থেকে ৬১, মিশর ৫২, উগান্ডা ১৯ ও মোজাম্বিক থেকে ১৫ জন নিবন্ধিত হয়েছেন। একই সময়ে মরিশাসে ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়ায় ১১ জন করে, বতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোতে ৬, তানজানিয়ায় ৫ এবং কেনিয়া ও মরক্কোতে ৪ জন করে ভোটার নিবন্ধন করেছেন।
কর্মকর্তাদের ভাষ্যমতে, সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪২৩–এ। প্রথম ধাপে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মোট ৫২টি দেশের প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। দেশের অভ্যন্তরীণ তিন ধরনের ভোটারের জন্য নিবন্ধন কার্যক্রম চলবে ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত। যেসব প্রবাসী প্রথম পর্বে অংশ নিতে পারবেন না, তাদের জন্যও পরে নিবন্ধনের সুযোগ থাকবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটি প্রবাসীসহ দেশের ভেতরের ভোটারদের ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করছে। চালুর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেন তিন হাজার ৩৯১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ২০৪ জন এবং নারী ভোটার ১৮৭ জন।


