আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 21 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সশস্ত্র বাহিনী দিবস – শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Link Copied!

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। দিবসটিকে ঘিরে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, যিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, এবং প্রধান উপদেষ্টা পৃথক বাণী প্রদান করেছেন।

দিনব্যাপী নানা আয়োজন

সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকা সেনানিবাসের আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধান উপদেষ্টা নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সেখানে তিনি ১০১ জন সম্মাননা প্রাপ্ত বীর ও তাঁদের পরিবারের হাতে স্মারক তুলে দেবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি সংশ্লিষ্ট বিশেষ সহকারীরা, তিন বাহিনীর প্রধানরা, মুখ্যসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবসহ সামরিক–বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আরেকটি সংবর্ধনার আয়োজন রয়েছে। এতে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, সচিব, তিন বাহিনীর সাবেক প্রধান, বীরশ্রেষ্ঠ পরিবার, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একুশে ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিবিধ বিশিষ্টজন উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার বাইরে বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাঁটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনার সেনানিবাস ও ঘাঁটিতেও এরিয়া সদর দপ্তরের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সামরিক স্থাপনাতেও থাকছে বিশেষ কর্মসূচি।

ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে সাজানো নৌবাহিনীর জাহাজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নিকটবর্তী ঘাটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

এরই মধ্যে ২০ নভেম্বর বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ প্রচার করেছে। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ সম্প্রচার করবে। ‘বিশেষ অনির্বাণ’ বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে প্রদর্শিত হবে।