আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 18 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে, তার চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ

Link Copied!

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটি বড় কার্যক্রমই একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চারটি মৌলিক বিষয়ের ওপর যে গণভোট আয়োজিত হবে, তার ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে—তা নিয়ে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে প্রস্তাবিত প্রশ্নটি তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে:
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫, এবং সনদে নির্ধারিত সাংবিধানিক সংশোধনী প্রস্তাবগুলোতে আপনি কি সম্মতি প্রদান করছেন?

প্রস্তাবের চারটি মূল দফা হলো—

ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে নির্ধারিত কাঠামো অনুযায়ী গঠিত হবে।

খ. ভবিষ্যৎ জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে, এবং কোনো সাংবিধানিক সংশোধন আনতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন হবে।

গ. নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দলের ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির নেতৃত্বে বৈচিত্র্য, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার বিস্তৃতি, বিচার বিভাগের স্বাতন্ত্র্য নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়নসহ ৩০ দফা সংস্কার—যেগুলোতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের মাধ্যমে ঐকমত্যে পৌঁছেছে—সেগুলো আগামী নির্বাচনে বিজয়ী দলগুলোর জন্য বাধ্যতামূলক হবে।

ঘ. জুলাই সনদে উল্লেখিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

গণভোটের দিনে এই চারটি বিষয়ের সারসংক্ষেপ ঘিরে একটিমাত্র প্রশ্নের মুখোমুখি হবেন ভোটাররা, যেখানে তারা ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে নিজেদের অবস্থান জানাবেন।