আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 18 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনের আগে আনসারদের জন্য কেনা হচ্ছে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে—এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ ব্রিফিং দেন।

অর্থ উপদেষ্টা জানান, অর্থনৈতিক বিষয়ক কমিটিতে আলোচনায় উঠে এসেছে গমের চাহিদা দ্রুত বাড়ছে। এজন্য চলতি সময়ে কিছু পরিমাণ গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত হচ্ছে। রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় এসব খাদ্যপণ্য আগেভাগেই আনা হবে। তিনি আরও বলেন, এলসি খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আগের তুলনায় এখন বেশি ফ্লেক্সিবল।

উপদেষ্টার ভাষায়, “আনসারের জন্য মোট ১৭ হাজার শটগান কেনা হবে, এবং এগুলো খুব স্বল্পমূল্যে সংগ্রহ করা হবে।” তিনি আরও নিশ্চিত করেন, আইএমএফ কোনো নতুন শর্ত দেয়নি, বরং সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

বডি ক্যামেরা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো রিভিউ প্রক্রিয়ায় আছে। ক্রয়ে স্বচ্ছতা ও যুক্তিসঙ্গততা নিশ্চিত করতে বলা হয়েছে। অত্যধিক সংখ্যার দিকে না গিয়ে, সংবেদনশীল এলাকাগুলোর প্রয়োজন অনুযায়ী ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা হবে। প্রাথমিকভাবে পরিকল্পিত ৪০ হাজারের পরিবর্তে আরও কম সংখ্যক বডি ক্যামেরা কেনা হবে।