
‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি বিকৃত ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে ডিএমপি জানিয়েছে, একটি পরাজিত ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের জঘন্য ও মনগড়া ভিডিও ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তাই দেশবাসীর প্রতি অনুরোধ, এমন ভুয়া তথ্যের ফাঁদে যেন কেউ পা না দেন।
সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নেয়া পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করছে পুলিশ।
ডিএমপি জানায়, এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে সকল নেটিজেনের প্রতি।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.