দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 28 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বার্তা কক্ষ
October 28, 2025 1:38 pm
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবে আনসার বাহিনী।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) তারিখ সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় সবচেয়ে বেশি দায়িত্বে থাকবে আনসার সদস্যরা। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে সদস্য মোতায়েন করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “এবারই প্রথমবার প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।” তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি আরও বলেন, “নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে আশা করছি। ইতিমধ্যে নিয়মিত অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে।”