
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
রোববার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
আলোচনায় জেনারেল মির্জা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। তিনি উল্লেখ করেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌ যোগাযোগ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ঢাকা-করাচি আকাশপথ চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে, যা আগামী কয়েক মাসের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা নিরসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তারা ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা অরাজকতা সৃষ্টিতে ব্যবহৃত হচ্ছে। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.